![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2015%252F08%252F28%252F7ef8c7d58e1337a9cf2628adca2cb4ab-1.jpg%3Frect%3D0%252C69%252C1200%252C630%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
৪৩ তম বিসিএসের আবেদন ফরম পূরণ যেভাবে করবেন
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ০৮:২০
দেশের বর্তমান তরুণ প্রজন্মের সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরিগুলোর একটি হলো বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে এ মাসের ৩১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বিসিএসের স্বপ্নপূরণের এ অভিযাত্রায় প্রথম পদক্ষেপ হলো, সঠিকভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- বিসিএস
- প্রক্রিয়া
- আবেদন ফরম