![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F15%2F2eaa1adceaf993a70ec9ccb3b3e87a9e-6001a373b75ee.jpg%3Fjadewits_media_id%3D708637)
লন্ডনে ১৩শ’ মরদেহের ধারণক্ষমতাসম্পন্ন মরচুয়ারি চালু
একাধিক টিকা আবিষ্কৃত হলেও এখনও করোনার ছোবল থেকে মুক্ত নয় বিশ্ব। এরইমধ্যে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা দুনিয়াজুড়ে আতঙ্কের জন্ম দিয়েছে। বাড়ছে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম লন্ডনের রুইস্লিপে অস্থায়ীভিত্তিতে একটি মরচুয়ারি চালু করা হয়েছে।