![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2021/January/15Jan21/fb_images/sangbad_bangla_1610720398.jpg)
অবৈধভাবে মাটি কাটায় একজনের জেল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষিজমি ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগে এক জনের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)
রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. উজ্জ্বল হোসেনের ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন৷বৃহস্পতিবার রাত ৯টা থেকে ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় অভিযান চালানো হয়৷
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- অবৈধভাবে মাটি কাটা