মোজা পরলেই পায়ে গন্ধ হচ্ছে? জেনে নিন মুক্তির উপায়

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১, ১৩:৫৭

শীত থেকে বাঁচতে সবাই মোজা পড়ছে। যারা অন্য সময় পরে না তারাও এই সময়ে শীত নিবারণে মোজা পরছে। তবে অনেকের পায়েই মোজা পরলে গন্ধ হয়। এজন্য লোকজনের সামনে মান সম্মানেরও হানি হয়। আবার পা ঘেমে গেলেও লোকচক্ষুর ভায়ে জুতা খুলতে পারেন না অনেকে। যাদের পায়ে এমন গন্ধ হয় কিছু বিষয় মেনে চললে সহজে এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১.জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে রাখুন নিন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো বেকিং সোডা ব্যবহার করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও