জুরাইনে গরিব মানুষ বেশি, মতিঝিলে নেই
ঢাকা দক্ষিণ সিটির মধ্যে গরিব মানুষ সবচেয়ে বেশি থাকে পশ্চিম জুরাইন এলাকায়। আর জুরাইন থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে মতিঝিলে গরিব মানুষের বসতি নেই। ওয়ার্ডের হিসাবে জুরাইন পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডে, আর মতিঝিলের অবস্থান ১০ নম্বর ওয়ার্ডে। জুরাইন ওয়ার্ডের এক–চতুর্থাংশ এলাকায় দরিদ্র মানুষের বসবাস। নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এখানকার মানুষ পিছিয়ে।
মতিঝিল মূলত বাণিজ্যিক এলাকা। বসতি বলতে সেখানে সরকারি কলোনি ও কোয়ার্টার রয়েছে। তবে বিছিন্নভাবে ফুটপাতে কিছু ছিন্নমূল মানুষ থাকে।