![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2021/January/15Jan21/fb_images/sangbad_bangla_1610686020.jpg)
চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, কবিরাজ আটক
নাটোরের সিংড়ায় চিকিৎসার ফাঁদে ফেলে চেতনানাশক ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুরুজ্জামান (৩৫) নামে এক কবিরাজকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের সরকারপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটক কবিরাজ সরকারপাড়ার শাজাহান আলীর ছেলে বলে জানা গেছে।