কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুনের চার মামলা থেকেও রেহাই পান ‘মাছ কাদের’

প্রথম আলো চট্টগ্রাম প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১, ১০:০০

র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। আসামি ছিলেন ২৮ মামলায়। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হয়েছে চারটি খুনের মামলা। ভয়ে সাক্ষীরা মুখ না খোলায় খালাস পান খুন, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনের আরও ২৩ মামলায়। রাজনীতির ছায়ায় বেড়ে ওঠা এই ব্যক্তির নাম আবদুল কাদের। চট্টগ্রাম সিটি করপোরেশনের আগ্রাবাদের ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তিনি। নগর রাজনীতিতে তিনি সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

আবদুল কাদের আবার আলোচনায় এসেছেন নির্বাচনী সহিংসতার খুনের মামলায় গ্রেপ্তার হয়ে। এবারের সিটি নির্বাচনে দল থেকে সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। প্রচারণা শুরুর পাঁচ দিনের মাথায় গত মঙ্গলবার রাতে তাঁর এলাকা পাঠানটুলীর মগপুকুরপাড় এলাকায় দল মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর অনুসারীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও