ইসরাইল জেরুজালেমে আল-আকসা মসজিদ ধ্বংস করার চেষ্টা করছে- এমন মন্তব্য করে সাময়িক বরখাস্ত হলেন যুক্তরাজ্যে ডেপুটি মেয়র কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ। তিনি লন্ডন নিউহাম কাউন্সিলের লিটল ইলফোর্ড ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এর আগে দেশটির অনেক রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি ইসরাইল বিরোধী মন্তব্য করে বরখাস্ত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভ‚ত ব্যারিস্টার নাজির আহমদ ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রাফিটি শেয়ার করেন। পোস্টে তিনি ইসরাইলকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরসহ বিভিন্ন পরামর্শ দেন।
যা জুইস নিউজে ও নিউহাম রেকর্ডারে রিপোর্ট করা হয়েছে। পোস্টের প্রায় ২ বছর পর ইংল্যান্ডে আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত সিলেটের এই কৃতিসন্তানকে বহিষ্কার করা হলো। প্রসঙ্গত, তিনি ২০১৮ সালে লিটল ইলফোর্ড ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। ডেপুটি মেয়র নাজির আহমদ আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য ফ্রিডম অফ দ্যা সিটি অব লন্ডন সম্মানের ভ‚ষিত হন। নিউহ্যাম রেকর্ডার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.