বরফে পরিণত হয়েছে ডাল লেক, কাশ্মিরে ৩০ বছরের শীতলতম রাত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিখ্যাত ডাল লেক বৃহস্পতিবার বরফে পরিণত হয়েছে। হিমালয় উপত্যকাটি জুড়ে মারাত্মক শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় অঞ্চলটির মূল শহর আগের রাতে প্রত্যক্ষ করেছে ৩০ বছরের মধ্যে শীতলতম রাত। ১৯৯১ সালে শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শীতকাল
- বরফ
- দীর্ঘতম