![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F03%2F71415651a7ae07e449442ddde99bb4fb-5ff1a38199752.jpg%3Fjadewits_media_id%3D706907)
চট্টগ্রাম বন্দরে শূন্য পদ ২ হাজার
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে মোট আট হাজার ৭৪২টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে ৬ হাজার ৭৮৩ জন কর্মরত আছেন। ফলে বন্দরে বর্তমানে শূন্য পদের সংখ্যা এক হাজার ৯৫৯টি।এসব শূন্য পদের মধ্যে ৩৫৬টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।বৃহস্পতিবার (১৪ জানিুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বন্দর কর্তৃপক্ষ উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।