![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F9c85e53d-cd7b-4e4a-affd-3c71206088f3%252FMirza_Kader.jpg%3Frect%3D0%252C27%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
অন্যায় আর ভোট জালিয়াতির প্রতিবাদ করবেন কাদেরের ভাই
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, তিনি এবারের পৌরসভা নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছেন।
তিনি ভোট জালিয়াতির প্রতিবাদ করবেন। আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট রুপালি চত্বরে আয়োজিত নির্বাচনী শেষ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে এই বসুরহাট পৌরসভায় নির্বাচন করছেন।