কুড়িগ্রামে ৮ ডিগ্রিতে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন
গতকাল থেকে কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় নিম্নগামী হয়ে পড়ছে তাপমাত্রা। সন্ধ্যার আগেই শুরু হওয়া ঘন-কুয়াশা অব্যাহত থাকছে পর দিন দুপুর পর্যন্ত। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা।
তীব্র ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবন। সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে চরম শীত কষ্টে ভুগছে দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। ভোগডাঙ্গা এলাকার চাষী মকবুল মিয়া জানান, গতকাল থেকে প্রচুর শীত পড়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তাপমাত্রা
- তীব্র শীতে জন জীবন