চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহীদের বশে আনা তো দূরে থাক, উল্টো প্রচারণা শুরুর পর তা সহিংসতার দিকে এগোচ্ছে। প্রথমে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিরোধ সীমাবদ্ধ থাকলেও তা এখন গড়িয়েছে খুনোখুনিতে। গত মঙ্গলবার রাতে খুন হয়েছেন আজগর আলী বাবুল নামের পাঠানটুলী এলাকার এক মহল্লা সরদার। এ হত্যাকাণ্ড পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
৪১ ওয়ার্ডের মধ্যে ৩৪টিতে আওয়ামী লীগ–সমর্থিত ও দলের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এগুলোর মধ্যে ১২টি ওয়ার্ডে মুখোমুখি অবস্থানে আছেন দল মনোনীত প্রার্থী ও বিদ্রোহী পক্ষ। এসব ওয়ার্ডের কয়েকটিতে দুই পক্ষের মধ্যে সংঘাত বেধেছে এবং পুনরায় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। করোনার কারণে স্থগিত হওয়া সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.