পোগবার জাদুতে শীর্ষে ম্যান ইউ
তিন বছরে প্রথম বার ইপিএল টেবলের শীর্ষে উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার তারা বার্নলিকে হারাল ১-০ গোলে। টার্ফ মুরে ৭১ মিনিটে একমাত্র গোলটি করলেন পল পোগবা। টেবলে রেড ডেভিলস এখন ৩ পয়েন্ট এগিয়ে গত বারের চ্যাম্পিয়ন লিভারপুলের থেকে। ম্যান ইউয়ের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। লিভারপুলের পয়েন্ট সেখানে সমসংখ্যক ম্যাচে ৩৩।
২০১৩-তে কিংবদন্তি ম্যানেজার আলেক্স ফার্গুসন অবসর নেওয়ার পরে এ বারই প্রথম পোগবাদের সত্যিকারের খেতাবের দাবিদার বলা হচ্ছে। অথচ এ বার প্রথম ছ’টি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা শেষ সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্ট তুলে রীতিমতো চমকে দিয়েছে। বলা হচ্ছে, ম্যান ইউয়ের খেলা আমূল পাল্টে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস এসে। তিনি আসার আগে গত বছর এই বার্নলির কাছেই ম্যান ইউ ০-২ হেরেছিল। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এর সঙ্গে পোগবা যদি ছন্দ ফিরে পান, তা হলে ওয়ে গুন্নার সোলসারের কোচিংয়ে ম্যান ইউ আট বছর পরে লিগ চ্যাম্পিয়ন হলেও হতে পারে!