![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F13%2Fa012ed6528a5fcd6703eb96558f826bc-5ffef47806826.jpg%3Fjadewits_media_id%3D708329)
চাকরি দিতে একের পর এক ‘কোম্পানি’ খোলেন তারা!
রাজধানীর কাফরুল এলাকা হতে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৮ প্রতারককে আটকসহ চাকরিপ্রার্থী ১৩ ভুক্তভোগীকে উদ্ধার করেছে করেছে র্যাব। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী।
জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ নামক একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বিকালে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ প্রতারককে আটক করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতারণা
- ভুয়া প্রতিষ্ঠান