![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/17/angelo-mathews-171220-01.jpg/ALTERNATES/w640/angelo-mathews-171220-01.jpg)
টেস্টে ফিরছেন ম্যাথিউস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ১৬:২৪
চোটে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না পারা অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরতে যাচ্ছেন টেস্টে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজ খেলতে প্রস্তুত শ্রীলঙ্কার অভিজ্ঞ এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজের জন্য গত ডিসেম্বরে একসঙ্গে টেস্ট দল ঘোষণা করা হয়েছিল। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে দলে থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে মাথিউসের না থাকার বিষয়টি তখনই জানানো হয়েছিল।