![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fdff1df6a-6d0c-4cfd-8042-7c09c06b86fe%252Fsinovac_Reuters.jfif%3Frect%3D0%252C113%252C800%252C420%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ব্রাজিলে পরীক্ষায় চীনা টিকা ৫০ শতাংশ কার্যকর
ব্রাজিলে চালানো চীনের করোনাভ্যাক টিকার পরীক্ষায় প্রায় ৫০ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ব্রাজিলে চালানো ট্রায়ালে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের সান্নিধ্যে আসা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের করোনাভ্যাক টিকা দেওয়া হয়।
ব্রাজিলে করোনাভ্যাক টিকার এই ট্রায়ালে ১২ হাজার ৫০০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন।গবেষকদের ভাষ্য, পরীক্ষায় টিকাটি ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে।