বিষমুক্ত লাউ চাষে বাড়তি আয়
কীটনাশক ও রাসায়নিক সার ছাড়া জৈব পদ্ধতিতে লাউ চাষ করে বাড়তি আয় করছেন কৃষক সৈয়দ সিরাজুল ইসলাম। ‘সেক্স ফেরোমন’ পদ্ধতিতে পোকা দমন ও সারের পরিবর্তে জৈব উপায়ে নিরাপদ ও বিষমুক্ত লাউ আবাদ করছেন তিনি। চার মাসের মাথায় লাউ বিক্রি করে ইতিমধ্যে পুঁজির তিনগুণ মুনাফাও পেয়েছেন তিনি। ফলন অনুযায়ী এ ক্ষেত থেকে আরও চারগুণ আয়ের আশা রয়েছে তার।
সরেজমিন কৃষক সৈয়দ সিরাজুল ইসলামের গ্রাম সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজান্সি ইউনিয়নের ইসলামাবাদে (প্রকাশিত ইসলামপুর) যাওয়া হয়। গিয়ে দেখা যায়, বসত বাড়ির পাশেই ফসলি জমিতে মাচায় চাষ করা লাউয়ের পরিচর্যা করছেন তিনি।