কোনও নিরাপত্তা বলয়ে নেই, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ১১:০০

সব দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চললেও কোনও ধরনের নিরাপত্তা বলয়ে এখনও যোগ দেয়নি বাংলাদেশ। চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ক্রমশ স্নায়ুযুদ্ধের দিকে যাচ্ছে। উভয় দেশই তাদের শক্তিবলয় বাড়াতে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এ অবস্থায় কোনও ধরনের নিরাপত্তা ছাতার ভেতর না ঢোকাটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ছাড়া বঙ্গোপসাগরে সম্পদ রক্ষা ও বৈরী শক্তির হাত থেকে সার্বভৌমত্ব সংহত রাখাও এ শতাব্দির বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

এ বিষয়ে জানতে চাইলে একজন সাবেক পররাষ্ট্রসচিব বলেন, ‘বর্তমান বিশ্বে উন্নয়ন ও নিরাপত্তাকে আলাদা করে দেখা জটিল বিষয়। বাংলাদেশ এখন ৩০ হাজার কোটি ডলারের অর্থনীতি। যা ক্রমে বাড়ছে। উন্নয়নের ক্ষেত্রে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বাংলাদেশের পরিষ্কার ধারণা আছে। নিরাপত্তার ইসুতে বড় শক্তির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলার বর্তমান নীতি বজায় রেখে চলাও একটা চ্যালেঞ্জ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও