![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_252914_1.jpg)
বলিউডে আসছে নারী চরিত্রনির্ভর ৫ ছবি
বণিক বার্তা
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ১১:০৩
বলিউডে এ বছর দেখা যাবে শক্তিশালী নারী চরিত্রনির্ভর কয়েকটি ছবি। থিয়েটার ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে অন্তত পাঁচটি ছবি, যেগুলোতে নারী চরিত্রই প্রধান। এ ছবিগুলোর মধ্যে আছে—কাজলের ত্রিভঙ্গ: ছবির কাহিনীকার ও পরিচালক রেনুকা শাহানে।
এর আগে ক্যারিয়ারে একবারই মাত্র কাজল একজন নারী পরিচালকের অধীন কাজ করেছিলেন—১৯৯৮ সালে দুশমন। ছবিটি পরিচালনা করেছিলেন তনুজা চন্দ্র। এটি ছিল নারী পরিচালকের সঙ্গে কাজলের প্রথম ছবিও। ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ত্রিভঙ্গ। ছবিটি প্রযোজনা করেছেন কাজলের স্বামী অজয় দেবগনের প্রযোজনা প্রতিষ্ঠান এফফিল্মস।
- ট্যাগ:
- বিনোদন
- মুখ্য নারী চরিত্র
- নতুন সিনেমা