করোনাভাইরাস ধ্বংসকারী নাকের স্প্রে উদ্ভাবনের দাবি বিআরআইসিএমের
বণিক বার্তা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ২২:০০
করোনাভাইরাস ধ্বংসকারী নাকের স্প্রে উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) গবেষকরা। তারা এই ওষুধের নাম দিয়েছেন ’বঙ্গসেফ ওরো- ন্যাজাল স্প্রে’।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই ন্যাজাল স্প্রের বিষয়টি উত্থাপন করা হয়। কমিটির পক্ষ থেকে উদ্ভাবকদের ধন্যবাদ জানিয়ে স্প্রেটি সম্পর্কে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।