![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fdccabbb1-a0fe-4c72-920b-89c1e1e22f52%252F15.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D800)
ঢাকা-কলম্বো সম্পর্ক বাড়ানোতে জোর গোতাবায়া রাজাপক্ষের
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কৃষি ও কৃষিভিত্তিক পণ্য, আঞ্চলিক পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, তথ্য যোগাযোগ, উচ্চ প্রযুক্তির শিল্প এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
গতকাল সোমবার শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে এ অভিমত দেন। কলম্বো থেকে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।