![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F12%2F2baadd4a0cc73c26b17737c1991eaa2a-5ffdb8e0c2d2c.jpg%3Fjadewits_media_id%3D708218)
বঙ্গবন্ধু সাফারি পার্কে ইনকিউবেটরে প্রথম উট পাখির ছানা
দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ইনকিউবেটরে (কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করার পদ্ধতি) প্রথমবারের মতো উট পাখির বাচ্চা ফোটানো হয়েছে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) পর্যন্ত চারটি ডিম ফুটেছে। এই ঘটনা সাফারি পার্কের জন্য অভাবনীয় সাফল্য বলে দাবি করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।তিনি জানান,
সাফারি পার্কে বিদেশি প্রযুক্তির দামি ইনকিউবেটর ব্যর্থ হয়েছে। অতীতে অনেকবার উন্নত প্রযুক্তির ইনকিউবেটরে চেষ্টা করলেও সফল হইনি। অন্যদিকে প্রতিবার অনেক ডিম দেওয়ার পরও প্রাকৃতিকভাবে বাচ্চা পাচ্ছিলাম না।