মাস্টারদার ফাঁসির দিনে বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণের দাবি
মাস্টারদা সূর্যসেনের প্রয়াণ দিবসে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থাপনা সংরক্ষণের দাবি এসেছে চট্টগ্রামে।মঙ্গলবার মাস্টারদার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে তার ৮৭তম প্রয়াণ দিবসে পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম অস্ত্রাগার দখলসহ যুব বিদ্রোহের অগ্রনায়ক ছিলেন মাস্টারদা সূর্যসেন। দেশের মানুষের প্রতি প্রবল ভালোবাসা ও চরিত্রের বলিষ্ঠতায় তিনি তরুণদের আকৃষ্ট করেছিলেন।