![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjui-20210112194819.jpg)
নিঃশ্বাস নিতে গিয়ে ধুলো ঢুকছে দাবি করে বিতর্কে জুহি
পরিবেশ দূষণের মাত্রা বাড়তে দেখে হতাশ জুহি। বারান্দায় দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে গিয়ে ধুলো ঢুকে যাচ্ছে নাকে মুখে। তাই লকডাউনের সময়টাকে মিস করছেন তিনি। সেই স্তব্ধ সময়টায় একটা জিনিস অন্তত ভালো ছিল বলে মনে করেন অভিনেত্রী।
তখন ঘরের বাইরে মানুষের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে পরিবেশ যেন প্রাণ ফিরে পেয়েছিল। টুইটারে এমনই এক পোস্ট করেন অভিনেত্রী জুহি চাওলা। তার জেরেই পড়তে হলো আক্রমণের মুখে।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড অভিনেত্রী
- বায়ু দূষণ
- জুহি চাওলা