কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজ্যে পৌঁছল করোনা টিকা কোভিশিল্ডের ৭ লক্ষ ডোজ

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১৫:১৫

করোনা টিকা কোভিশিল্ডের ৭ লক্ষ ডোজ নিয়ে কলকাতা বিমানবন্দরের মাটি ছুঁল স্পাইসজেটের বিমান। মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ টিকা এসে পৌঁছয় এ রাজ্যে।

বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল ইনসুলেটেড ভ্যান। জানা গিয়েছে, সেই টিকা ইনসুলেটেড ভ্যানে করে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হবে। ওখানেই নিরাপত্তার ঘেরাটোপে থাকবে টিকা। এই মেডিক্যাল স্টোর থেকেই বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে সেগুলো।

আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। টিকা নিয়ে দেশ জুড়ে যেমন আশার পারদ চড়ছে। তেমনই এ রাজ্যেও টিকা নিয়ে উৎসাহের অন্ত নেই। প্রশাসন সূত্রে খবর, প্রথমে চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও