কৃষি আইনের বৈধতা পর্যালোচনা করতে কমিটি গড়বে সুপ্রিম কোর্ট
কৃষি আইনের বৈধতা নিয়ে সন্দেহ রয়েছে। তবে সমস্যার সমাধানই লক্ষ্য। তাই বিশেষ কমিটি গড়ে কৃষকদের কথা শোনা হবে। মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আইনের বৈধতার নিয়ে যেমন উদ্বিগ্ন তারা, তেমনই মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়ও রয়েছে, একটানা আন্দোলনের প্রভাব যার উপর পড়েছে। কোনও আইন স্থগিত রাখার ক্ষমতাও তাদের হাতে রয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে আইনের বৈধতা খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গড়তে পারে আদালত, যেখানে নিজেদের মতামত জানাতে পারবেন কৃষকরা।
সোমবার কৃষি আইনের বিরুদ্ধে শুনানিতে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র। প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ জানায়, কৃষক বিদ্রোহ মেটাতে সদিচ্ছার অভাব রয়েছে কেন্দ্রীয় সরকারের। একগুঁয়েমি করে আইন প্রণয়ন করা হচ্ছে। গোটা প্রক্রিয়ায় কেন্দ্রের ভূমিকায় শীর্ষ আদালত ‘হতাশ’ বলেও মন্তব্য করেন বোবদে।