![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F12%2F4cfbf820ff0717898957355f7fa9befe-5ffd378f69c50.jpg%3Fjadewits_media_id%3D708117)
মারপিটে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
যশোরে তুচ্ছ ঘটনার জেরে মারপিটে আহত বেনু বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে (১২ জানুয়ারি) যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের ভাইপো সেলিম ও তার স্ত্রী আবেদা খাতুন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত বেনু বেগম বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।