You have reached your daily news limit

Please log in to continue


বিভেদের বিরুদ্ধে বিবেকানন্দ, আজও প্রাসঙ্গিক...

সাম্প্রতিক সময়ে একদল উগ্রবাদী বিবেকানন্দকে ‘আমাদের লোক’ বলে প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছেন। অথচ বিবেকানন্দের জীবন ও রচনার দিকে চোখ রাখলে দেখা যাবে তিনি আদৌ সেই উগ্রমতবাদীদের চেনা ছকে আঁটছেন না; আক্ষরিক অর্থেই তিনি ছকভাঙা। বরং আজ বিভিন্ন বিভেদের ভিত্তিতে ক্ষমতা আর কর্তৃত্বের দম্ভের যে প্রকাশ আমরা অহরহ দেখছি, তার বিরুদ্ধে আমাদের সহায় হতে পারেন বিবেকানন্দ। বিভিন্ন বিভেদের বিরুদ্ধে মুখর এই বিবেকানন্দই আজ আমাদের স্মর্তব্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন