নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল কবির চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি দেখভালের জন্য দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা গতকাল সোমবার বিকেলে এই জরিমানা করেন।
জানা গেছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের কোনো ধরনের শোডাউন করার সুযোগ না থাকলেও রেজাউল কবির চৌধুরী সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় এক হাজার মোটরসাইকেল এনে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় চত্বরে জমায়েত করেন। পরে বিশাল এই মোটরসাইকেল বহর নজিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.