![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdustbin-20210112101004.jpg)
ডাস্টবিনের খবর নেই, জমছে ময়লার স্তূপ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কয়েকটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মানুষের এমন ভোগান্তি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের।
সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ও চিটাগাং রোড খানকায়ে মসজিদের পূর্ব পাশে আবর্জনা না ফেলার নির্দেশনা থাকলেও নিয়মিত সেখানে ময়লা ফেলা হচ্ছে। এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক লোডের পাশে জালকুড়ি এলাকায়ও ময়লা ফেলা হচ্ছে।