হুথি বিদ্রোহীদের কব্জায় ৫ বাংলাদেশির ভয়ঙ্কর ৯ মাস
জাহাজের দীর্ঘযাত্রায় চোখ জোড়া বুজে এসেছিল চট্টগ্রামের যুবক রহিম উদ্দিনের। হঠাৎ দুলে ওঠা জাহাজে শুনতে পেলেন হুড়োহুড়ির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই পাশের জাহাজটি ডুবতে শুরু করে। রহিম তখনও নিশ্চিত ছিলেন না নিজের পরিণতি সম্পর্কে। জাহাজের নাবিক ঘূর্ণিঝড় থেকে বাঁচতে রহিমদের জাহাজটি লোহিত সাগর থেকে ইয়েমেন উপকূলে নোঙর করান।
রহিমরা যখন নিজেদের নিরাপদ ভাবতে শুরু করলেন তখনই দেখা দিল বড় বিপদ, শুরু হলো গুলির বৃষ্টি। এই নির্জন উপকূলে গুলি কোথা থেকে আসবে! কিন্তু না, সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না। সত্যিই বৃষ্টির মতো গুলি চলছিল। প্রথমে ইয়েমেনের কোস্টগার্ড সদস্য পরিচয় দিয়ে জাহাজে ওঠে একদল অস্ত্রধারী। তারা পাঁচ বাংলাদেশিসহ ২০ নাবিককে ইয়েমেনের রাজধানী সানায় নিয়ে যায়। পরে জানা গেল তারা দেশটির ক্ষমতা দখলে লড়াইরত হুথি বিদ্রোহী।