সিলেটে এক মাসে ৫১ পুলিশ সদস্যের রক্তদান, পুরস্কারের ঘোষণা

প্রথম আলো সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয় (এসএমপি) প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ২০:৪৬

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ব্লাড ব্যাংকের যাত্রা শুরুর সিদ্ধান্ত হয়েছিল গত ১০ ডিসেম্বর। এই এক মাসেই ব্যাংকটিতে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন ৫১ পুলিশ সদস্য। রক্তদাতা এসব পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। আজ সোমবার নগর পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন তিনি।

এসএমপির পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপকমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপকমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান, উপকমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, উপকমিশনার (ডিবি) সঞ্জয় সরকার বক্তব্য দেন। সভায় র‌্যাব-৯, পিবিআই, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে থানা পুলিশের প্রতিনিধিসহ এসএমপির সব অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও