বাংলায় আল কায়দা? বিপদ কতটা?
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় গত শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সঙ্গে দেখা করার পরেই মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে আল কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী তাদের সংগঠন বাড়িয়ে চলেছে, কিন্তু রাজ্য সরকার নির্বিকার৷ ভোটের বছরে কেন্দ্রের সরকারের কাছে রাজ্যপালের এই ধরনের অভিযোগের অবশ্যই রাজনৈতিক তাৎপর্য আছে৷
বিশেষত যেখানে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা দখলে তৎপর বিজেপি বারবারই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে, কেন্দ্রীয় শাসন জারির দাবি তুলছে৷ কিন্তু পশ্চিমবঙ্গে পরিস্থিতি আদতেই কতটা উদ্বেগজনক?
সারা ভারতে সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অনুসন্ধান এবং অভিযানের মূল দায়িত্ব জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র৷ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গত বছর নভেম্বরে জঙ্গিসন্দেহভাজনদের গ্রেপ্তারি এবং তাদের ডেরায় তল্লাসির সঙ্গে সরাসরি যুক্ত এনআইএর এক অফিসার পরিচয় গোপন রাখার শর্তে জানালেন, উদ্বেগের যথেষ্ট কারণ আছে৷ মাটির তলায় কংক্রিটের ঘর এবং সুড়ঙ্গ তৈরি ছাড়াও, হাতে তৈরি বিস্ফোরক খুঁজে পাওয়া গেছে৷
তল্লাশি করে পাওয়া গেছে হাতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট, যা এমনকি মাওবাদী জঙ্গিরাও কখনও বানায়নি৷ এসবের অর্থ একটাই৷ বড় কোনও নাশকতার প্রস্তুতি চলছিল৷