![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhernandez-20210111145730.jpg)
আমেরিকায় কোকেন পাচারে সাহায্য করেছিলেন হন্ডুরাসের প্রেসিডেন্ট!
টলিপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তার স্বামী নিখিল জৈনের। বিয়ের দেড় বছর হতে না হতেই প্রায় সম্পর্কে ইতি টানতে বসেছেন দুজনে। আর অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতা নিয়ে সরগরম টলিউডে।
তবে কোনটা ঠিক বা কোনটা ভুল, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি নুসরাত। তবে দেড় বছরের বিয়েতে যে ইতি টেনেছেন তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমের কাছে নুসরাত জানিয়েছেন, তারা আলাদা থাকতে শুরু করেছেন। নুসরাত এখন বাবা মায়ের কাছে রয়েছেন।