বাসে হঠাৎ আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

ডেইলি বাংলাদেশ ভৈরব প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ১৩:৫৭

কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বাসে হঠাৎ অগ্নিকাণ্ডে ঘুমন্ত চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবুল হোসেন। তিনি নরসিংদীর পলাশের খালিশারটেক গ্রামের বাসিন্দা। আবুল হোসেন নরসিংদির পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে। জানা গেছে, ভৈরব-ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের বাসটি শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় রাতে অবস্থান করছিল।

রাত ১১টার দিকে চালক আবুল হোসেন বাসের ভেতর বন্ধ করে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে মশার কয়েল থেকে বাসে আগুন ধরে যায়। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক যানটির ভেতরেই পুড়ে মারা যায়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও