আবরার হত্যা মামলা: তদন্ত কর্মকর্তার মা অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি

বাংলা ট্রিবিউন হাইকোর্ট প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ১৩:৫৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কবির হোসেনের মা অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।সোমবার (১১ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্সসহকারী শামসুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।এ মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর আগে ৬ অক্টোবর বাদী আবরারের বাবা বরকত উল্লাহর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়।গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও