You have reached your daily news limit

Please log in to continue


হবিগঞ্জে আ.লীগের পথসভায় ককটেল বিস্ফোরণ, শহরে ‘উত্তাপ’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। আসন্ন পৌর নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী এ ঘটনা ‘ঘটিয়ে থাকতে পারেন’ বলে সন্দেহ করছে আওয়ামী লীগের প্রার্থী। আর পাল্টা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে পৌর নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ করেছে বিএনপি। বিস্ফোরণ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে নবীগঞ্জে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের নতুন বাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নবীগঞ্জ শহরে এক র‌্যালি করে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ। র‌্যালি শেষে নতুন বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুজাহিদ আহমেদ। এ সময় কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন