You have reached your daily news limit

Please log in to continue


সুপ্রিম কোর্টে কৃষক মামলার শুনানি, আদালতের ভূমিকা নিয়েই প্রশ্ন কৃষকদের

নয়া কৃষি আইন নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগেই বলেছিল কেন্দ্র। আদালতের মাধ্যমে ফয়সালার বিরোধিতা করে আন্দোলনকারী কৃষকরা ফের একবার জানিয়ে দিলেন যে, আন্দোলন থামানোর বা অচলাবস্থা কাটানোর একমাত্র পথ আইন প্রত্যাহারই। এ ব্যাপারে অন্য কোনও সমাধানসূত্র তাঁরা মানবেন না। কৃষক আন্দোলন নিয়ে আজ, সোমবার সুপ্রিম কোর্টে একাধিক মামলার শুনানি রয়েছে। এই অবস্থায় ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। বিভিন্ন কৃষক সংগঠনের মিলিত মঞ্চ অল ইন্ডিয়া কিসান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি (এআইকেএসসিসি) এক বিবৃতি জানিয়েছে, ‘‘কৃষক আইন বিরোধী রাজনৈতিক অচলাবস্থায় শীর্ষ আদালতের ভূমিকা নেই। থাকতে পারে না।’’ শুধু তাই নয়, কৃষি আইন প্রত্যাহার না করলে দিল্লির অন্যান্য সীমানাগুলি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। কৃষি আইন সংক্রান্ত বিষয়টি আদালতে নিষ্পত্তিযোগ্য নয় বলেও মনে করে এআইকেএসসিসি। তাদের মতে, রাজনৈতিক অচলাবস্থার সমাধানে সু্প্রিম কোর্টের কোনও ভূমিকা নেই। বিষয়টি রাজনৈতিক ব্যক্তিত্বদেরই সমাধান করা উচিত। এ নিয়ে এআইকেএসসিসি-র সদস্য অভীক সাহা বলেছেন, ‘‘কৃযক আইন নিয়ে সাংবিধানিক যে বিষয়টি উঠে এসেছে সুপ্রিম কোর্ট তাতে নজর দিতে পারে। কিন্তু নীতির বিষয়টি থেকে সুপ্রিম কোর্টের সরে থাকা উচিত।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন