কথায় আছে পৌষের শীতে বাঘও পালায় কিন্তু কয়েক দিন ধরে রাজধানী ঢাকার যে খবর গণমাধ্যমে আসছে, তাতে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। জানা যায়, এই শীতে বাঘের পালানোর পরিবর্তে রাজধানীবাসীরই পালানোর দশা।
ভরা শীতে যেখানে চাকরিজীবীরা এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ স্যুট-টাই আর গরম কাপড় পরে অফিস ও সভা করবেন—রাজপথে দেখা যাবে হরেক রকমের ফ্যাশন, তার পরিবর্তে নগরবাসী এই শীতে একপ্রকার নাকাল। দেশের উত্তরাঞ্চলের তুলনায় রাজধানীতে চলছে বসন্তের আমেজ, এতে দৈনন্দিন জীবনে যেমন চলছে অস্বস্তিকর অবস্থা তেমনি ভরা শীতে মানুষ ঢাকায় পাচ্ছে গরমের অনুভূতি। শীতকালেও সচল রাখতে হচ্ছে বাড়িঘরের বৈদ্যুতিক পাখা বা অফিসের শীতাতপ নিয়ন্ত্রক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.