আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার রাস্তার পাশে এক বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। কাতারে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলছে আফগান সরকারের। এর মধ্যেই দেশটিতে আবারও বোমা হামলার ঘটনা ঘটলো। খবর আল জাজিরার। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তারিক আরিয়ান জানান,
নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বাহিনীর এক মুখপাত্রও রয়েছেন। জাতীয় জননিরাপত্তা বাহিনীর ওই মুখপাত্রের নাম জিয়া ওয়াদান। আফগানিস্তান জুড়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করে থাকে এই বাহিনী। কাবুলের পূর্ব দিকে সকালে যানচলাচলের ব্যস্ততার মধ্যে ওয়াদান ও তার সহকর্মীরা নিহত হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.