![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Ff8e1c2bd-d171-463d-bb01-82edc2f651bf%252Fonline_oporadh.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
হাতুড়ি দিয়ে পিটিয়ে বিকাশ এজেন্টের ১১ লাখ টাকা ছিনতাই
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের এক এজেন্টের কর্মীর কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ৩টায় আলফাডাঙ্গা–গোপালপুর সড়কের হাওরের ব্রিজ–সংলগ্ন এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টাকা ছিনতাই
- হাতুড়িপেটা