![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F189278a0-da7c-4a5a-8277-a59da629d582%252F79096350_580365596135977_5093101395033194496_o.jpg%3Frect%3D0%252C0%252C1852%252C972%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
তবে কি বিয়েতে অনীহা এই তরুণ অভিনেত্রীর
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ১৪:২৭
ফেসবুকে নিজের ছবি পোস্ট করে চমক লিখেছেন, ‘ডোন্ট গেট ম্যারিড!’ অবিবাহিত তরুণেরা বিভ্রান্ত হতে পারেন। পড়ালেখা শেষ করে চমক কেন বিয়ে না করার পরামর্শ দিচ্ছেন সবাইকে? বিয়ের ব্যাপারে কেন এমন অনীহা তাঁর!
উঠতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মা–বাবার সাধ পূরণ করেছেন। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। নানা সুযোগের হাতছানি উপেক্ষা করে চালিয়ে গেছেন লেখাপড়া। মা–বাবার সাধ, মেয়ে মনোযোগ দিয়ে পড়বে। চমক পড়েছেন। একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন সম্প্রতি। এবার নিজের সাধ, অভিনয়ের পেছনে সময় দিতে চান এই তরুণী।