বঙ্গবন্ধু বলেন ‘আমি অভিভূত’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ০৯:০০

দীর্ঘ নয় মাসের বেশি সময় পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগারে বন্দি থাকার পরে দেশে ফেরার দিন কেমন লেগেছিল বঙ্গবন্ধুর? লন্ডনে প্রথম সংবাদ সম্মেলনে, ফেরার পথে বিমানের সহযাত্রীদের অভিজ্ঞতায় তা বারবার বর্ণিত হয়েছে। কিন্তু একবছর পরে ১৯৭৩ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুভূতি ব্যক্ত করেন। ১৯৭৩ সালের এইদিনে তিনি ছিলেন নাটোরে। সেখানে তিনি ব্যক্ত করেন সেইদিনের অনুভূতি।

দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধিকে বঙ্গবন্ধু বলেন, ১০ জানুয়ারি। আজ এই দিনে আমি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে আমার প্রিয় সোনার বাংলার মাটিতে ফিরে এসেছিলাম। আর আমি এটাকে বলতে পারি, এদিন আমার জন্য অবিস্মরণীয়। আমি অভিভূত। আমার এর থেকে বেশি কিছু বলবার নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও