দ্রুত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে বঙ্গবন্ধুর তাড়া
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ০৮:০০
১৯৭৩ সালের ১০ জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম বার্ষিকী। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের এইদিনে নাটোরে এক উচ্চপর্যায়ের সম্মেলনে বলেন, যত শিগগির সম্ভব খাদ্যে স্বাবলম্বী হওয়ার জন্য সবরকম পথ ও উপায় অবশ্যই আমাদের বের করতে হবে। উত্তরা গণভবনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সম্মেলনে রাজশাহী বিভাগের সকল পদস্থ কর্মচারী যোগদান করেন। বঙ্গবন্ধু উত্তরা গণভবনে অবস্থান করছিলেন।
যোগাযোগমন্ত্রী মনসুর আলী, ত্রাণমন্ত্রী কামরুজ্জামান, শিল্পমন্ত্রী ইউসুফ আলী চৌধুরী উক্ত উচ্চপর্যায়ের সম্মেলনে উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পর্যায়ে খাদ্য পরিস্থিতি চাষের সরঞ্জাম সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সম্মেলনে সভাপতিত্ব করেন।