‘ব্লাক আউটে’ অন্ধকারাচ্ছন্ন পাকিস্তান

জাগো নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ০৬:১৪

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান। শনিবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ‘ব্লাক আউটে’ অন্ধকারে ঢেকে যায় দেশটি। পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎসংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে। সংযোগ স্বাভাবিক হতে বেশ কিছু সময় লাগতে পারে।

দ্যা ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, ভাওয়ালপুর, বেলুচিস্তানসহ বড় বড় শহর অন্ধকারে ঢেকে যায়। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরও অন্ধকার হয়ে পড়ে। বিদ্যুৎ বিপর্যায়ের কারণে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও