![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F33b45a19-93ff-488f-9f5a-58aad768c2da%252Fsunamgonj.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশার স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতন (৫২), তাঁর ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ওরফে রোকন (৩২), সাংসদের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোবারক হোসেন ওরফে মাসুদসহ (৫৫) ৬৩ জনের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ধরমপাশার পাইকুরাটি ইউনিয়নের সুনই মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্য শ্যামাচরণ বর্মণকে (৬৫) হত্যা, সুনই জলমহালের খলাঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ওই লিখিত অভিযোগ দেন সমিতি লিমিটেডের সভাপতি নিহত ব্যক্তির ছেলে চন্দন বর্মণ (৩০)।