![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F08%2F5f0e5e9abdc928fde3fd67f4f2e7abc7-5ff819e9b0588.jpg%3Fjadewits_media_id%3D707563)
লজ্জিত দিহানের পরিবার, দেয়নি আইনজীবীও
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৫
রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের পড়া শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত দিহান ঘটনার পরই মেঝো ভাই নিলয়ের সঙ্গে তিনবার ফোনে কথা বলেছিল। সেটাই দিহানের সঙ্গে তার পরিবারের শেষ কথা। এরপর থানা, আদালত কোথাও যাননি তার পরিবারের সদস্যরা। দিহানের পক্ষে ছিল না কোনও আইনজীবীও।