![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffarid-20210109212950.jpg)
প্রতিপক্ষের হামলায় জ্ঞান হারালেন কাউন্সিলর প্রার্থী
শরীয়তপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র ৮ নয় ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুর রশিদ সরদার ও তার সমর্থকদের হামলায় আহত হয়েছেন (টেবিল ল্যাম্প প্রতীক) কাউন্সিলর প্রার্থী মো. ফরিদ শেখ (৪০)। সাড়ে তিন ঘণ্টা অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তির তার জ্ঞান ফিরে।
শনিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ৮নং ওয়ার্ডের মোতালেব শেখের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও আটজন আহত হন।