স্কুল পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণের পর তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে বিক্রির চেষ্টা করেন দুলাভাই মাসুদ প্রামানিক। পরে শ্যালিকার 'আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও' চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা। শ্যালিকা-দুলাভাই দুজনকে আটকে পুলিশে খবর দেয়া হয়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার ও মেয়েটির দুলাভাই মাসুদ প্রামানিককে হাতেনাতে গ্রেফতার করে।মাসুদ ওই ছাত্রীর আপন চাচাতো বোনের স্বামী। তিনি রাজবাড়ীর কালুখালী থানার দুর্গাপুর বাওইখোলা গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে।